Showing posts with label Bipasha Basu. Show all posts
Showing posts with label Bipasha Basu. Show all posts

Thursday, January 26, 2012

বিপাশার বিয়ে ২০১২ সালেই!!!!


বিপাশা বসু তার সাবেক প্রেমিক জন আব্রাহামের পথেই হাঁটছেন যেন! জ্যোতিষশাস্ত্রের হিসাব মতে, ২০১২ সালেই বিপাশার বিয়ে হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। প্রেমিক জনের সঙ্গে ৮ বছরের সম্পর্কচ্ছেদের পর এই বঙ্গসুন্দরীর বিয়ে ভাগ্যও যেন সাবেক প্রেমিকের পথকেই অনুসরণ করছে। কারণ, জনও চলতি বছরেই ক’দিন আগে বিয়ের কাজটি সেরে ফেলেছেন বলে খবর বেরিয়েছে। এ প্রসঙ্গে একজন জ্যোতির্বিদ বলেছেন, বিপাশা ৩৪ বছরে পা দিয়েছেন যা তার জীবনে ভীষণভাবে বিয়ের ইঙ্গিত দিচ্ছে। ধারণা করা হচ্ছে, ২০১২ সালের মাঝামাঝির মধ্যেই বিপাশা বসু তার জীবনসঙ্গী খুঁজে পাবেন।