Showing posts with label Paoli Dam. Show all posts
Showing posts with label Paoli Dam. Show all posts

Thursday, March 8, 2012

Paoli Dam Nude Photo


   10 Day Free Trial from TollFreeForwarding
প্রযোজক বিক্রম ভাটের নারী প্রধান চরিত্রের ছবি  ‘হেট স্টোরি’র জন্য প্রকাশিত বিশাল সাইজের খোলামেলা পোস্টারের পরিচয় এতো দিন গোপন ছিল। তবে খবর ছড়িয়েছে পোস্টারটিতে যে নারীর ছবি রয়েছে তা বাঙালি অভিনেত্রী পাওলি দামের। খোলা পিঠের আরেকটি ছবি প্রকাশ হওয়ার পর থেকে ধারণা করা হচ্ছে ওই ছবিটিও তার। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান এখন পর্যন্ত এ বিষয়টি নিশ্চিত করেনি। সম্পূর্ণ অনাবৃত পিঠে ট্যাটু লেখা এবং কোমরের পেছন দিকে পিস্তল গুঁজে এক পুরুষের উরুর ওপর বসে থাকা এ ছবিটিই এখন ‘হেট স্টোরি’র পোস্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিবেক অগ্নিহোত্রি পরিচালিত এই ছবিটি এক প্রতিহিংসাপরায়ণ নারীর গল্প, যে তার সতিত্বকে অস্ত্র হিসেবে ব্যবহার করে স্বার্থ উদ্ধার করে। এ ছবিতে পাওলির সঙ্গে আরও অভিনয় করেছেন নিখিল  দুবেদি ও গুলশান দেবা। ‘মনের মানুষ’ ছবিতে অনবদ্য অভিনয় করা ৩১ বছর বয়সী এ অভিনেত্রী মূলত পরিচিতি পান জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক গৌতম ঘোষের ছবি ‘কালবেলা’তে অভিনয়ের কারণে। এছাড়াও সামপ্রতিক সময়ে তার অভিনীত  ছবি ‘ছত্রাক’ নিয়ে দারুণ আলোচনায় আছেন পাওলি। তার এ ছবিটির প্রিমিয়ার শো হবে ক্যানেস ও টরেন্টো ফিল্ম ফেস্টিভালে।

ref:mzamin.com