Lets take some spice from celebrity’s life. Know what they do, what they like, how they live????
Showing posts with label Topless. Show all posts
Showing posts with label Topless. Show all posts
Saturday, September 8, 2012
Poonam Pandey’s Curves!
Poonam’s Curves!
Even as Poonam Pandey prepares for her debut Bollywood film, she’s ensuring no let-up in titillation for all her Twitter followers.
Whether it is her yearning for a body massage, or her slumber in the bed, Poonam Pandey is adept at trotting out an excuse to click hot images of herself. Her fans have been going nuts, trending the hastags such as #CrazyForPoonamPandey as the strip siren keeps treating them with new hot images to drool over.
In the series of images Poonam has been posting online, some have her flaunting her cleavage, others the roundedness of her butt, or the enormity of her pneumatic bust.
“I like my body. I like the curves i have,” Poonam Pandey wrote and added “Madly in Loveee with Moiself”
Earlier, she expressed her desperation for a body massage.
“My neck, my back.... My.... Yeh I'm just hurting everywhere!! Hot bath and massage needed :-( ” tweeted Poonam Pandy.
Poonam has lately been facing some stiff competition from Sherlyn Chopra who has been making shocking revelations about having sex with people for money and attracting a lot of new followers. It’s a game of oneupwomanship being fought out on micro-blogging. The fans, obviously, have nothing to complain for.
Tuesday, July 17, 2012
Sherlyn Chopra-Sherlyn, 1st Indian Nude Model on Playboy Magazine
On 12 January 2012, after her birthday she published her first naked photo on twitter (Her twitter handle is @SherlynChopra), which was later deleted by twitter . Sherlyn Chopra posted a series of her nude pictures clicked during the photoshoot for Playboy magazine.[8]
In November 2012, it is stated she will appear in Playboy, making her the first Indian woman to be on the cover of the men's magazine.
Ref: http://en.wikipedia.org
Thursday, March 22, 2012
Poonam Pandey uploda new picture on virat cholli's 183 run
গত বছরের ক্রিকেট বিশ্বকাপের সময় ভারত চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে রাস্তায় দৌড়াবেন বলে ঘোষণা দিয়েছিলেন ভারত তথা বিশ্বের অন্যতম আলোচিত মডেল পুনম। কিন্তু সে কথা রাখেননি। কিন্তু ক্রিকেটের প্রতি নিজের ভালবাসা প্রকাশ করতে গিয়ে আবারও একটি উদ্ভট কাণ্ড ঘটালেন তিনি। প্রায় নগ্ন হলেন তিনি। ঘটনাটি ঘটেছে সমপ্রতিই। এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে বেশ সহজ জয় পায় ভারত। ১৮৩ রান করে সেই জয়ের নায়ক ছিলেন বিরাট কোহলি। আর বিরাট কোহলির দারুণ ভক্ত পুনম। তাই ম্যাচটি শেষ হওয়ার পর পরই বিরাটকে উৎসর্গ করে নিজের একটি প্রায় নগ্ন ছবি তিনি আপলোড করেন নিজের টুইটার একাউন্টে। শুধুমাত্র সাদারঙা আন্ডারগার্মেন্টস পরে একটি বেঞ্চের ওপর শুয়ে তিনি ছবিটিতে পোজ দিয়েছেন। ছবিটির পাশে তিনি লিখেছেন, এটি আমার নতুন ছবি। এইমাত্র দারুণ একটি ম্যাচ উপভোগ করলাম। লাভ ইউ বিরাট কোহলি। অনেক ভাল খেলেছো তুমি।
তোমার স্পিরিট দেখে আমি হতবাক। তুমি আজ আমাদের সবাইকে গর্বিত করেছো। আমরা সবাই এই ইনিংসটি মনে রাখবো আজীবন। তবে এরকম কা পুনমের এই প্রথম নয়। এ ধরনের ছবি এর আগেও আপলোড করেছেন তিনি। বিশেষ করে নিজের গোসলের দৃশ্যের ছবি ও ভিডিও আপলোড করে তিনি আলোচনার শীর্ষে অবস্থান করেছেন কিছুদিন আগে। এদিকে খুব শিগগিরই বলিউডেও ব্যস্ত হচ্ছেন পুনম পান্ডে। ইতিমধ্যে তিনি বড় ব্যানারের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিতে তিনি উপস্থিত হবেন একেবারেই খোলামেলারূপে। এ ছবিটির মাধ্যমে বিদ্যার চেয়েও বেশি ডার্টিরূপে হাজির হবেন বলেও জানিয়েছেন পুনম।
ref: mzamin.com
Thursday, March 8, 2012
Paoli Dam Nude Photo
প্রযোজক বিক্রম ভাটের নারী প্রধান চরিত্রের ছবি ‘হেট স্টোরি’র জন্য প্রকাশিত বিশাল সাইজের খোলামেলা পোস্টারের পরিচয় এতো দিন গোপন ছিল। তবে খবর ছড়িয়েছে পোস্টারটিতে যে নারীর ছবি রয়েছে তা বাঙালি অভিনেত্রী পাওলি দামের। খোলা পিঠের আরেকটি ছবি প্রকাশ হওয়ার পর থেকে ধারণা করা হচ্ছে ওই ছবিটিও তার। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান এখন পর্যন্ত এ বিষয়টি নিশ্চিত করেনি। সম্পূর্ণ অনাবৃত পিঠে ট্যাটু লেখা এবং কোমরের পেছন দিকে পিস্তল গুঁজে এক পুরুষের উরুর ওপর বসে থাকা এ ছবিটিই এখন ‘হেট স্টোরি’র পোস্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিবেক অগ্নিহোত্রি পরিচালিত এই ছবিটি এক প্রতিহিংসাপরায়ণ নারীর গল্প, যে তার সতিত্বকে অস্ত্র হিসেবে ব্যবহার করে স্বার্থ উদ্ধার করে। এ ছবিতে পাওলির সঙ্গে আরও অভিনয় করেছেন নিখিল দুবেদি ও গুলশান দেবা। ‘মনের মানুষ’ ছবিতে অনবদ্য অভিনয় করা ৩১ বছর বয়সী এ অভিনেত্রী মূলত পরিচিতি পান জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক গৌতম ঘোষের ছবি ‘কালবেলা’তে অভিনয়ের কারণে। এছাড়াও সামপ্রতিক সময়ে তার অভিনীত ছবি ‘ছত্রাক’ নিয়ে দারুণ আলোচনায় আছেন পাওলি। তার এ ছবিটির প্রিমিয়ার শো হবে ক্যানেস ও টরেন্টো ফিল্ম ফেস্টিভালে।
ref:mzamin.com
Saturday, March 3, 2012
Shenha Ullal in sexy shoot
নগ্ন-অর্ধনগ্ন ফটোশুট কিংবা ভিডিও শুটের মাধ্যমে লাইম লাইটে আসা যেন এখন বলিউডের উঠতি অভিনেত্রীদের জন্য নিয়মে পরিণত হয়ে গেছে। ইতিমধ্যে নিজেদের হট ভিডিও ইন্টারনেটে ছেড়ে আলোচনায় আসতে সক্ষম হয়েছেন পুনম পান্ডে, মল্লিকা সারাওয়াত ও শারলিন চোপড়া। তবে এর মধ্যে মল্লিকা সারাওয়াতই সবচেয়ে বেশি আলোচিত-সমালোচিত হওয়ার পাশাপাশি বলিউডে নিয়মিত কাজ করে চলেছেন। এ পথ ধরেই যেন হাঁটছেন স্নেহা উল্লালও। সমপ্রতি তিনি একটি তিন মিনিটের হট ভিডিও ক্লিপের মাধ্যমে নতুন করে আলোচনায় আসলেন। ‘লাকি-নো টাইম ফোর লাভ’ ছবির মধ্যে দিয়ে বলিউডে পা রেখেছিলেন এ অভিনেত্রী। সালমানের বিপরীতে এ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। সাবেক প্রেমিকা ঐশ্বর্যের সঙ্গে চেহারায় মিল দেখেই এ ছবির জন্য স্নেহাকে কাস্ট করেছিলেন খোদ সাল্লু। ছবিটির মাধ্যমে স্নেহা বেশ প্রসংশিত হলেও পরে তেমন একটা সাফল্য তিনি অর্জন করতে পারেননি বলিউডে। বরং মনোযোগী হন দক্ষিণ ভারতের ছবিতে। বাংলাদেশের ‘মোস্ট ওয়েলকাম’ নামক একটি ছবিতেও সমপ্রতি অভিনয় করেছেন তিনি। তবে এবার নতুন করে আলোচনায় এলেন স্নেহা। লাইম লাইটে আসার জন্য অভিনব পন্থা অবলম্বন করলেন তিনি। প্রকাশ করলেন নিজের হট ভিডিও। স্নেহার এ হট ভিডিওটি শুট করেছেন ফটোগ্রাফার সরত শেঠি। সরতই এ ভিডিওটি আপলোড করেছেন একটি ভিডিও শেয়ারিং ওয়েবসাইটে। সেখান থেকে এখন স্নেহার এ ভিডিওটি ঠাই পাচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে। এর মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন স্নেহা। ‘লিক’ শিরোনামের এ ভিডিওতে স্নেহা বিছানার দৃশ্যে ব্যাপক খোলামেলাভাবে ক্যামেরাবন্দি হয়েছেন। একেবারেই ছোট কালো একটি পোশাকে যৌন উদ্দীপক ভঙ্গিতে তিনি ভিডিওটিতে পোজ দিয়েছেন। তার শরীরের পেছনের অংশের উপরিভাগে কোন কাপরই ছিল না। খোলামেলা এ ভিডিওটির কারণে বর্তমানে ভারতীয় মিডিয়ার মুখরোচক সংবাদে পরিণত হয়েছেন স্নেহা। তবে ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি তিনি।
ref: mzamin.com
Monday, February 6, 2012
জিসম-২ এর জন্য সবই করবেন সানি লিওন
গত কয়েকমাস ধরেই ভারত তথা বিশ্বমিডিয়ায় আলোচনার তুঙ্গে রয়েছেন ইন্দো-কানাডিয়ান পর্নো তারকা সানি লিওন। বিশেষ করে ভারতের জনপ্রিয় টিভি রিয়েলিটি শো বিগ বস এর পঞ্চম মওসুমে অংশ নিয়েই মিডিয়ার আগ্রহের কেন্দবিন্দুতে পরিণত হন তিনি। নিজের পর্নো জীবন সম্পর্কে মিডিয়াকে খোলামেলা বক্তব্য দিয়েও বেশ আলোচিত হয়েছেন তিনি। এবার ‘জিসম-২’ ছবিতে অভিনয় করছেন লিওন । এ ছবির প্রধান নারী চরিত্রে দর্শকরা দেখতে পাবেন তাকে। এ ছবিটির জন্য তিনি সবকিছুই করতে পারেন বলেও জানিয়েছেন। কথা মোতাবেক ছবিতে অভিনয় করতে গিয়ে বেশ কাটখড়ও পোড়াতে হচ্ছে তাকে। বিশেষ করে হিন্দি ও পাঞ্জাবি ভাষা রপ্ত করার চেষ্টা করছেন তিনি। প্রতিদিনই কিছু কিছু করে হিন্দি শব্দ শিখছেন সানি লিওন। ডিকশেনারি ছাড়াও ভাট প্রোডাকশন তাকে সাহায্য করছে হিন্দি শব্দ শেখার ক্ষেত্রে। তার রপ্ত করা হিন্দিগুলো শুনে আশপাশের লোকেরা বেশ মজাও নিচ্ছেন। তা দেখে আনন্দ পাচ্ছেন সানি নিজেও। সম্প্রতি এ ছবিতে অভিনয় প্রসঙ্গে টুইটারে নিজের অনুভূতির কথাও ব্যক্ত করেছেন তিনি। এখানে সানি লিওন লিখেছেন, আসলে ‘জিসম-২’ ছবিটি আমার জন্য অনেক বড় সুযোগ বলেই আমি মনে করি। এর জন্য যা কিছু করার দরকার সব করবো। এ ছবিতে অভিনয় করতে গিয়ে মনে হচ্ছে আমার নতুন জন্ম হলো। কারণ নতুন করে ভাষা শিখতে হচ্ছে। হিন্দি ও পাঞ্জাবি যারাই টুকটাক আমার মুখ থেকে শুনছে, খুব মজা পাচ্ছে। প্রযোজক মহেশ ভাট আমাকে অনেক সহযোগিতা করছেন। আমি তার কাছে কৃতজ্ঞ। আশা করছি শেষ পর্যন্ত ভালভাবেই ছবিটির কাজ শেষ করতে পারবো।
ref: www.mzamin.com
Thursday, February 2, 2012
Katrina Kaif to be paired with Kamal Haasan in south film
The latest we heard about Katrina Kaif is that she has also been approached by the producer of the south movie ‘Thalaivan Irukiran’. If she says yes, she will be playing the main lead opposite another south superstar Kamal Haasan. Kaif, 27, is apparently eager to work with this project that also stars Tamil actor Ajith. Well, wait and see what happens whether she does or not! The makers show interest and now the ball is in Katrina’s court.
ref: bwreviews.com
Wednesday, February 1, 2012
Vidya Balan Best Actress at Filmfare Awards
Ranbir Kapoor Best Actor at Filmfare Awards
57th Idea Filmfare Awards took place in Mumbai on Sunday, 29th January 2012 where who’s who of Bollywood industry came to adorn the event. The occasion was hosted supremely byShahrukh Khan and Ranbir Kapoor. The function was much glittering and since Filmfare is considered to be the most prestigious awards in Bollywood, all made it sure to hit the space.
Ranbir Kapoor, who has been fetching rather snatching the awards from all the awards’ function recently, again bagged the Best Actor Award for his marvelous performance in Rockstar. This film has made Ranbir a real rocking star who has turned to such heights where he now stands with the biggies of the trade.
Ranbir was already confident that he would be bagging the Best Actor trophy at Filmfare and he proved it right.
ref: bwreviews.com
Subscribe to:
Posts (Atom)