Showing posts with label Boobs. Show all posts
Showing posts with label Boobs. Show all posts

Saturday, September 8, 2012

Poonam Pandey in a bathtub!









Poonam Pandey’s Curves!

Poonam’s Curves!






 

Even as Poonam Pandey prepares for her debut Bollywood film, she’s ensuring no let-up in titillation for all her Twitter followers.

Whether it is her yearning for a body massage, or her slumber in the bed, Poonam Pandey is adept at trotting out an excuse to click hot images of herself. Her fans have been going nuts, trending the hastags such as #CrazyForPoonamPandey as the strip siren keeps treating them with new hot images to drool over.

In the series of images Poonam has been posting online, some have her flaunting her cleavage, others the roundedness of her butt, or the enormity of her pneumatic bust.

“I like my body. I like the curves i have,” Poonam Pandey wrote and added “Madly in Loveee with Moiself”

Earlier, she expressed her desperation for a body massage.

“My neck, my back.... My.... Yeh I'm just hurting everywhere!! Hot bath and massage needed :-( ” tweeted Poonam Pandy.

Poonam has lately been facing some stiff competition from Sherlyn Chopra who has been making shocking revelations about having sex with people for money and attracting a lot of new followers. It’s a game of oneupwomanship being fought out on micro-blogging. The fans, obviously, have nothing to complain for.

Tuesday, July 17, 2012

Sherlyn Chopra-Sherlyn, 1st Indian Nude Model on Playboy Magazine




On 12 January 2012, after her birthday she published her first naked photo on twitter (Her twitter handle is @SherlynChopra), which was later deleted by twitter . Sherlyn Chopra posted a series of her nude pictures clicked during the photoshoot for Playboy magazine.[8]
In November 2012, it is stated she will appear in Playboy, making her the first Indian woman to be on the cover of the men's magazine.
Ref: http://en.wikipedia.org





Pantyless Survi Chatterjee


After Yana Gupta's bold outing, going pantyless has become fashionable amongst models and actresses.

This time, its actress Survi Chatterjee who apparently flashed her fanny to one and all, thanks to a major wardrobe malfunction during a music video shoot recently. According to sources, Survi Chatterjee had to change several outfits in quick succession, and like Yana Gupta chose to go pantyless for convenience and to save time.


What she forgot was that mobile phone cameras have got so sophisticated these days that even a split-second movement can be captured on a high-end mobile phone camera, claim the sources.
REF: the times of india

Thursday, March 22, 2012

Poonam Pandey uploda new picture on virat cholli's 183 run


   10 Day Free Trial from TollFreeForwarding
গত বছরের ক্রিকেট বিশ্বকাপের সময় ভারত চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে রাস্তায় দৌড়াবেন বলে ঘোষণা দিয়েছিলেন ভারত তথা বিশ্বের অন্যতম আলোচিত মডেল পুনম। কিন্তু সে কথা রাখেননি। কিন্তু ক্রিকেটের প্রতি নিজের ভালবাসা প্রকাশ করতে গিয়ে আবারও একটি উদ্ভট কাণ্ড ঘটালেন তিনি। প্রায় নগ্ন হলেন তিনি। ঘটনাটি ঘটেছে সমপ্রতিই। এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে বেশ সহজ জয় পায় ভারত। ১৮৩ রান করে সেই জয়ের নায়ক ছিলেন বিরাট কোহলি। আর বিরাট কোহলির দারুণ ভক্ত পুনম। তাই ম্যাচটি শেষ হওয়ার পর পরই বিরাটকে উৎসর্গ করে নিজের একটি প্রায় নগ্ন ছবি তিনি আপলোড করেন নিজের টুইটার একাউন্টে। শুধুমাত্র সাদারঙা আন্ডারগার্মেন্টস পরে একটি বেঞ্চের ওপর শুয়ে তিনি ছবিটিতে পোজ দিয়েছেন। ছবিটির পাশে তিনি লিখেছেন, এটি আমার নতুন ছবি। এইমাত্র দারুণ একটি ম্যাচ উপভোগ করলাম। লাভ ইউ বিরাট কোহলি। অনেক ভাল খেলেছো তুমি।
 তোমার স্পিরিট দেখে আমি হতবাক। তুমি আজ আমাদের সবাইকে গর্বিত করেছো। আমরা সবাই এই ইনিংসটি মনে রাখবো আজীবন। তবে এরকম কা  পুনমের এই প্রথম নয়। এ ধরনের ছবি এর আগেও আপলোড করেছেন তিনি। বিশেষ করে নিজের গোসলের দৃশ্যের ছবি ও ভিডিও আপলোড করে তিনি আলোচনার শীর্ষে অবস্থান করেছেন কিছুদিন আগে। এদিকে খুব শিগগিরই বলিউডেও ব্যস্ত হচ্ছেন পুনম পান্ডে। ইতিমধ্যে তিনি বড় ব্যানারের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিতে তিনি উপস্থিত হবেন একেবারেই খোলামেলারূপে। এ ছবিটির মাধ্যমে বিদ্যার চেয়েও বেশি ডার্টিরূপে হাজির হবেন বলেও জানিয়েছেন পুনম।

ref: mzamin.com

Monday, January 30, 2012

Nude Queen Poonam Pandey Against Ranbir Kapoor


   10 Day Free Trial from TollFreeForwarding
ভারতের নগ্নরানী ও বির্তকিত মডেল পুনম পান্ডে। তার ব্যাক্তিগত জীবনের কাহিণী নিয়ে তৈরি করা হচ্ছে নতুন ছবিটি। এ ছবিতে তিনি মূল চরিত্রে অভিনয় করবেন। হিরো হিসেবে বলিউডের রকস্টার অভিনেতা রনবীর কাপুরের বিপরীতে অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেছেন ২০ বছর বয়সী এ মডেল কন্যা।

বিশ্বস্তসূত্রে জানা যায়, ছবিটির প্রসঙ্গে প্রডাকশনের সঙ্গে এরই মধ্যে কথা হয়েছে পুনমের। প্রডাকশন হাউজ ছবিটির মূল চরিত্রে পুনমকে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পারিশ্রমিকের বিষয়েও কথা চুড়ান্ত করেছেন। এ বিষয়ে পুনম বলেন, গ্ল্যামারাস চরিত্রে দর্শকরা আমাকে দেখতে পাবে এ ছবিতে। ছবির চরিত্রটি বাস্তব পুনমের সঙ্গে অনেকটাই মিলে গেছে।

তিনি আরও বলেন, ছবির চরিত্রে চাহিদা অনুযায়ী বিকিনি পরতেও আমার কোন অজুহাত নেই। আমি এ ছবিতে তা করে দেখাতে চাই যা এ ইন্ডাস্ট্রিতে এর আগে কখনো কেউ দেখে নি। আমি কথা দিচ্ছি, ডার্টি পিকচারের বিদ্যার চেয়ে ডার্টি হয়ে উপস্থাপন করব নিজেকে।
ref: web site of banglanews24






   10 Day Free Trial from TollFreeForwarding

Friday, January 27, 2012

বীণা মালিককে পাকিস্তানের সিনেট সদস্য বানানোর প্রস্তাব !!!


   10 Day Free Trial from TollFreeForwarding
পুরুষদের ম্যাগাজিন এফএইচএম-এর ভারতীয় সংস্করণে যে বীণা মালিক নগ্ন পোজ দিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছেন এবার তাকেই পাকিস্তানের পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটের সদস্য বানানোর প্রস্তাব করা হয়েছে। এমন প্রস্তাব করেছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর সদস্য মুশাহিদ উল্লাহ খান। তিনি বলেছেন, অভিনেত্রী বীণা মালিককে সিনেট সদস্য করা হলে অধিবেশনে বেশি সংখ্যক সদস্য উপস্থিত থাকবেন। সিনেটে প্রায়ই সদস্য সংখ্যা নগন্য হয়ে পড়ে। তাতে অধিবেশন চালানো কঠিন হয়ে পড়ে। এমন প্রেক্ষাপটে তিনি এঙপ্রেস নিউজ চ্যানেলকে তার হতাশার প্রকাশ ঘটান এভাবে। তিনি প্রস্তাব করেন বীণা মালিককে সিনেটের ডেপুটি চেয়ারম্যান বানানো উচিত। 
News: Manabzamin




   10 Day Free Trial from TollFreeForwarding

Mallika Sherawat The Sexiest Actress 2011


   10 Day Free Trial from TollFreeForwarding
The best sexiest  actress Mallika Sherawat. Every year  PITA arrange a voting system to announce the sexiest  actress  .

Thursday, January 26, 2012

ইয়ানা গুপ্তা এবার লেখিকা !!!!!!

তিনি এবার সম্পর্ক টিকিয়ে রাখার কৌশল শেখাতে আসছেন। কীভাবে জীবনে ভারসাম্য আনতে হয় এবং ভালোবাসতে হয়, সেটাই শিখাবেন তিনি। তবে টেলিভিশনের পর্দায় নয়। বিতর্কিত এই অভিনেত্রী সম্পর্ক টিকিয়ে রাখার কৌশল নিয়ে একটি বই লেখার সিদ্ধান্ত নিয়েছেন।
জানা গেছে, বইটির মাধ্যমে ইয়ানা তাঁর ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগাভাগি করবেন।