পুরুষদের ম্যাগাজিন এফএইচএম-এর ভারতীয় সংস্করণে যে বীণা মালিক নগ্ন পোজ দিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছেন এবার তাকেই পাকিস্তানের পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটের সদস্য বানানোর প্রস্তাব করা হয়েছে। এমন প্রস্তাব করেছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর সদস্য মুশাহিদ উল্লাহ খান। তিনি বলেছেন, অভিনেত্রী বীণা মালিককে সিনেট সদস্য করা হলে অধিবেশনে বেশি সংখ্যক সদস্য উপস্থিত থাকবেন। সিনেটে প্রায়ই সদস্য সংখ্যা নগন্য হয়ে পড়ে। তাতে অধিবেশন চালানো কঠিন হয়ে পড়ে। এমন প্রেক্ষাপটে তিনি এঙপ্রেস নিউজ চ্যানেলকে তার হতাশার প্রকাশ ঘটান এভাবে। তিনি প্রস্তাব করেন বীণা মালিককে সিনেটের ডেপুটি চেয়ারম্যান বানানো উচিত।
News: Manabzamin