মডেলিং, অভিনয় ও উপস্থাপনা- এই তিন মাধ্যমেই নিজের স্বকীয়তা দেখাতে সক্ষম হয়েছেন লাক্স তারকা আমব্রিন। বর্তমানে বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে তার একটি নতুন বিজ্ঞাপনচিত্র। শিগগিরই প্রচার শুরু হবে বাংলালিংকসহ আরও কয়েকটি বিজ্ঞাপনচিত্র। মডেল হিসেবে শোবিজে যাত্রা শুরু করলেও আমব্রিনের স্বপ্ন একজন খ্যাতিমান অভিনেত্রী হওয়া। বর্তমানে বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে তার প্রাণ ফান লেয়ার কেক-এর বিজ্ঞাপনচিত্র। শিগগিরই প্রচার শুরু হবে বাংলালিংক অ্যাডভান্স ব্যালেন্স, সজীব কনফ্লেক্স, বেবিলাভ ডায়াপার, কেএআই অ্যালুমিনিয়ামের বিজ্ঞাপনচিত্র। প্রচার প্রতীক্ষিত বড় বাজেটের বাংলালিংক অ্যাডভান্স বিজ্ঞাপনচিত্রে কাজের অভিজ্ঞতা জানতে চাইলে মৃদু হেসে আমব্রিন বলেন, এ বিজ্ঞাপনটি করতে গিয়ে আমার অনেক ভাল লেগেছে।
ref: Manabzamin