Showing posts with label Madonna. Show all posts
Showing posts with label Madonna. Show all posts

Monday, February 20, 2012

ম্যাডোনার মৃত্যুর গুজব !




   10 Day Free Trial from TollFreeForwarding
তারকাদের মৃত্যুর গুজব ছড়ানো কোন নতুন বিষয় নয়। বিশেষ করে আজকাল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে এই মৃত্যু গুজব ছড়ানোটা অনেক সহজ ব্যাপার হয়ে গেছে। এবার তেমন একটি গুজবের শিকার হতে হলো পপকুইন ম্যাডোনাকে। টুইটারে তার মৃত্যু সংবাদ এখন ‘হটকেক’। জানা গেছে, টুইটারে সবাই এখন ম্যাডোনার মৃত্যু নিয়েই কথা বলছে এবং তার আত্মার শান্তি কামনা করছে। শনিবার থেকে টুইটারে ম্যাডোনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সবাই ঘাবড়ে যায়। কিন্তু পরে জানা যায়, কিছুদিন আগে পপডিভা লেডি গাগার ব্যাপারে অশালীন মন্তব্য করায় গাগার একদল ভক্ত এ গুজবটি টুইটারে ছড়িয়ে দেয়। তাদের মধ্য থেকে অনেকেই এই গুজবের কারণ হিসেবে জানায়, মৃত্যুর সংবাদ শুনে ম্যাডোনা এবং তার ভক্তদের যেমন কষ্ট লেগেছে, গাগার ব্যাপারে অশালীন কথা শুনেও তাদের ঠিক এরকমই খারাপ লেগেছিল। ‘মাদার মনস্টার’ গাগার ‘লিটল মনস্টার’ ভক্তরা তাদের নিজেদের টুইটার পেইজে লিখেছেন, ‘রেস্ট ইন পিস ম্যাডোনা! হয়তো তুমি বাস্তবে মারা যাওনি, কিন্তু আমাদের কাছে তুমি মৃত। তোমার ক্যারিয়ারও মরে গেছে, সেটা থেকে গন্ধ বেরুচ্ছে।’


ref:www.mzamin.com/