Saturday, February 25, 2012

টিভি টকশোতে নগ্নভাবে হাজির সালমা হায়েক


   10 Day Free Trial from TollFreeForwarding
ক্যারিয়ারের শুরু থেকেই নিজের খোলামেলা ইমেজের কারণে ব্যাপক আলোচিত-সমালোচিত হয়ে আসছেন হলিউড অভিনেত্রী সালমা হায়েক। বিশেষ করে ক্যামেরার বাইরে পাবলিক স্পটেও খোলামেলাভাবে হাজির হয়ে সব সময়ই মিডিয়ার খবরে পরিণত হন তিনি। এবার আরও একটি অবাক করা কাণ্ড ঘটিয়েছেন সালমা। একটি টিভি টকশোতে নগ্নভাবে হাজির হয়েছেন তিনি। আর এই নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন সেক্সসিম্বল এই অভিনেত্রী। তার এই কাণ্ড বিশ্বমিডিয়ায় আলোচিত হচ্ছে ব্যাপকভাবে। বর্তমানে বিভিন্ন হলিউডভিত্তিক ওয়েবসাইটেও ঠাঁই পাচ্ছে সালমা হায়েকের এই অবাক করা কাণ্ডের সংবাদ। অনেক দিন ধরেই একটি টিভি শোতে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হচ্ছিল তাকে। কিন্তু গত কয়েক মাসে চলচ্চিত্র এবং ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত থাকায় একদমই সময় করতে
পারছিলেন না তিনি। সমপ্রতি সালমা সেই টকশোটির শুটিংয়ে অংশ নিতে আসেন নিউ ইয়র্কের একটি স্টুডিওতে। আর সেখানে তিনি উপস্থিত হন একটি ছোট গাউন পরে। সেই গাউন পরে যখন তিনি শুটিংয়ে অংশ নিচ্ছিলেন সে সময় আবাক হয়ে যান সবাই। কারণ কোন ধরনের আন্ডার গার্মেন্ট পরা ছিলেন না সালমা। তার নিচের অংশ পুরোপুরি ক্যামেরাবন্দি হয়ে যায় সে সময়। বিষয়টি নিয়ে একদমই বিব্রত মনে হয়নি সালমাকে। পুরো অনুষ্ঠানটিতে তার নগ্ন উপস্থাপনেই শুটিং সম্পন্ন হয়।










ref: mzamin.com